ডিমপাড়া মুরগির বাচ্চার ব্রুডিং তাপমাত্রা ও আলোকদান কর্মসূচীর তালিকা

ডিমপাড়া মুরগির বাচ্চার ব্রুডিং তাপমাত্রা ও আলোকদান কর্মসূচীর তালিকা / A chart of Brooding temperature of Layer chicks and Lighting schedule

বয়স(দিন/সপ্তাহ) ব্রুডিং তাপমাত্রা দিনের আলো + কৃত্রিম
আলো
০-৩ দিন ৯৫ডিগ্রি ফারেনহাইট        —       +
—           =২৪.০০ ঘন্টা আলো
৩-৭ দিন ৯০ ডিগ্রি ফারেনহাইট  দিনের আলো + কৃত্রিম আলো=২৩.০০ ঘন্টা আলো
২য় সপ্তাহ ৮৫ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো =২২.০০ ঘন্টা আলো
৩য় সপ্তাহ ৮০ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো =২১.০০ ঘন্টা আলো
৪র্থ সপ্তাহ ৭৫ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো = ২০.০০ ঘন্টা আলো
৫ম সপ্তাহ ৭৫ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো = ১৮.০০ ঘন্টা আলো
৬ষ্ঠ সপ্তাহ ৭০ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো =১৬.০০ ঘন্টা আলো
৭ম সপ্তাহ ৭০ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো =১৪.০০ ঘন্টা আলো
৮ম সপ্তাহ -১৮
সপ্তাহ পর্যন্ত
৬৫ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো =দিনের আলো ১৩.০০ ঘন্টা
১৯ সপ্তাহ ৬০-৬৫ ডিগ্রি ফারেনহাইট দিনের আলো + কৃত্রিম
আলো = ১৩.৫০ ঘন্টা আলো
২০ সপ্তাহ একই তাপমাত্রা দিনের আলো + কৃত্রিম
আলো =১৪.০০ ঘন্টা আলো
২১ সপ্তাহ       — দিনের আলো + কৃত্রিম
আলো =১৪.৫০ ঘন্টা আলো
২২ সপ্তাহ       — দিনের আলো + কৃত্রিম
আলো =১৫ .০০ ঘন্টা আলো
২৩ সপ্তাহ       — দিনের আলো + কৃত্রিম
আলো =১৫.৫০ ঘন্টা আলো
২৪ সপ্তাহ      — দিনের আলো + কৃত্রিম
আলো =১৬.০০ ঘন্টা আলো
২৫ সপ্তাহ –কালিং
পর্য্ন্ত
     — দিনের আলো + কৃত্রিম
আলো =১৬ ঘন্টা আলো

বিঃ দ্রঃ –এখানে বাচ্চার যে ব্রুডার তাপমাত্রা দেখানো হয়েছে তা’ ঋতুভেদে পরিবর্তন হতে পারে। তবে তা’ নির্ভর করবে পরিবেশের পারিপার্শিক তাপমাত্রার উপর। ব্রয়লার মুরগির চেয়ে লেয়ার মুরগির ব্রুডিং সময় বেশী। পূর্ণ বয়স্ক মুরগি ৬০-৬৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সবচেয়ে বেশী আরামদায়ক পরিবেশ অনুভব করে। ডিমপাড়া মুরগির ক্ষেত্রে , যে আলোকদান কর্মসূচি দেখানো হয়েছে তা’ একটি নমূনা মাত্র। মুরগির আলোকদান কর্মসূচি ঋতুভেদে পরিবর্তন হতে পারে। এছাড়াও মুরগির দৈহিক ওজন সঠিক সময়ে কাংখিতমাত্রায় না এলে আলোকদান কর্মসূচিতে পরিবর্তন আনতে হবে। গ্রীস্মকালে দিনের আলো বেশী হওয়ায় কৃত্রিম আলো কম লাগে । মরগির স্বাভাবিক বৃদ্ধি সঠিক থাকলে লেয়ার মুরগি  সাধারণত ২০ সপ্তাহ থেকে ডিম দিতে শুরু করে । তবে সকল মুরগির দৈহিক ওজন সামঞ্জস্য না থাকলে কৃত্রিম আলোকদান কর্মসূচি খানিকটা পিছিয়ে দিতে হবে। তবে তা’ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট খামারের পোলট্রি  বিশেষজ্ঞ ।