ছাগল খামারের জন্য পাঁঠা নির্বাচন

“গরীবের গাভী” ছাগল-
বাণিজ্যিক ছাগল খামারের জন্য পাঁঠা নির্বাচন: –
01. আকর্ষণীয় চেহারা, পাঁঠা সুলভ আচরণ, নিখুঁত অংগ প্রত্যংগ, সুন্দর ও আকর্ষণীয় গতিবিধি।
02. পাঁঠা নির্বাচনের সময় পাঁঠার বয়স 12- 14 মাসের মধ্যে হওয়া উচিত ।
03. অন্ডোকোষের বড় ও সুগঠিত এবং পিছনের পা সুঠাম ও শক্তিশালী হওয়া উচিত ।
04.নির্বাচিত পাঁঠা অধিক উৎপাদনশীল বংশের, আকারে বড় ও শৌর্য্য- বীর্য্যশীল হওয়া উচিত ।
05.নির্বাচিত পাঁঠার মা,দাদী ও নানীকে বছরে দুই বার বাচ্চা এবং প্রতিবারে কমপক্ষে (অন্তত 74%ক্ষেত্রে) দুই বা ততোধিক বাচ্চা দেওয়া উচিত ।
06. নির্বাচিত পাঁঠার মা,দাদী ও নানীর মৃত্যুর হার 10% এর নীচে হওয়া উচিত ।
07. নির্বাচিত পাঁঠার মা, দাদী ও নানীকে দৈনিক কমপক্ষে 700 গ্রাম দুধ দেওয়া উচিত ।
08. নির্বাচিত পাঁঠা সব রকমের যৌন রোগ মুক্ত হওয়া উচিত ।