তোতাপারি ছাগল

তোতাপারি ছাগল (Totapari/Totapuri Goat) :–

তোতাপারি ছাগল হলো ভারতীয়ান জাতের ছাগল ।এ জাতের ছাগল ভারতের মধ্যপ্রদেশ,হরিয়ানা,রাজস্থান হলো আদি নিবাস ।তবে মধ্যপ্রদেশের চারপাশের রাজ্য সমূহে এ জাতের ছাগল পাওয়া যায় । বাংলাদেশের অনেক সৌখিন ছাগল খামারি প্রায় এক দশকের বেশি সময় ধরে এ জাতের ছাগল পালন করে আসছেন ।বর্তমানে এ জাতের ছাগল পালন দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে ।তোতাপারি জাতের ছাগলের কষ্ট সহ্য করার ক্ষমতা অনেক বেশি ।তবে এ জাতের ছাগল গরু বা ভেড়ার মতো মাঠে চড়ে খেতে অভ্যস্ত হয়।

এ জাতের ছাগলের দৈহিক গঠন :
এ জাতের ছাগলের দেহের লোমের রঙের বেশ তারতম্য হয় ।দেহের বেশ বড় অংশ জুড়ে সাদাটে ও ঘার-মাথা জুড়ে তামাটে রঙের হয়ে থাকে ।মাথা তামাটে রঙের ও নাক উঁচু উত্তল (Highly convex) যায় দেখতে তোতা পাখির ন্যায় (Parrot like appearance) ।এ জাতের ছাগলের লম্বা,চ্যাপ্টা ও ঝুলন্ত কান থাকে যা ২৫ সে.মি. এর মতো লম্বা ।
এ জাতের পূর্ণ বয়স্ক স্ত্রী ছাগলকে ডোস (Does)/ ন্যানি গোট (Nanni goat) এবং পূর্ণ বয়স্ক পুরুষ ছাগলকে বাক (Buck),বিলি (Billi) অথবা Ram বলা হয় এবং ছোট বাচ্চাকে Kid বলা হয় ।

ব্যবহার: এ জাতের ছাগল দুধ ও মাংস বেশ ভালো ।তবে চামড়া ও লোম উভয়ই ব্যবহার হয়।