টার্কি মুরগির বৈজ্ঞানিক শ্রেণি বিন্যাস

টার্কি মুরগির বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস (Scientific Classification of Turkey bird)-
কিংডম (Kingdom) —-এনিমালিয়া (Animalia)
ফাইলাম (Phylum)——কর্ডাটা (Cordata)
ক্লাস (Class)————–এভিস (Aves)
অর্ডার (Order)———–গ্যালিফরমেস (Galliformes)
ফ্যামিলি (Family) ——ফ্যাসিয়ানিডি(Phasianidae)
সাব ফ্যামিলি (Sub family)– ম্যালিয়াগ্রিডিনি (Meleagridinae)
জেনাস (Genus)——-ম্যালিয়াগ্রিস(Meleagris)
প্রজাতি (Species)—
১।ম্যালিয়াগ্রিস গ্যালোপাভো(Meleagris gallopavo)
২।ম্যালিয়াগ্রিস ওসেলেটা (Meleagris ocellata)

জীবনকাল (Life span) —
গৃহপালিত (Domesticated) টার্কি–১০ বছর
দৈহিক ওজন — ৫ – ১১ কেজি।
ওসিলেটেড (Ocellated) টার্কি – ৫ কেজি।

১৫ পাউন্ড ওজনের একটি টার্কি মুরগির প্রায় ৭০ % সাদা মাংস (white meat) এবং ৩০ % কালো মাংস (Dark meat).

টার্কি সাধারণত রাতে ভালো দেখতে পারে না
বাচ্চা টার্কিকে পোল্ট (poult) বলা হয়।
পূর্ণ বয়স্ক স্ত্রী টার্কিকে হেন টার্কি (Hen Turkey)বলা হয়।
পূর্ণ বয়স্ক পুরুষ টার্কিকে টোম (Tom) বা গবলার (Gobbler)বলা হয়।