গাভীর হাইপোম্যাগনেসেমিক টেটানি
হাইপোম্যাগনেসেমিক টেটানি(Hypomagnesemic tetenies)ঃ —– সমনাম: গ্রাস টেটানি,গ্রাস স্ট্যাগারস,হুইট পাসচার পয়জনিং,ল্যাকটেশন টেটানি লক্ষ্যণ: পশু হঠাত্ খাওয়া বন্ধ করে দেয়। টলমল চলন ভংগী,হাটতে গেলে হোচট খায়।শেষে মাটিতে পড়ে যায় এবং টেটানি ও খিচুনী দেখা দেয়। খিচুনির সময় টেরাত্ব বা অপিসথোটোনাস দেখা দেয়। মুখ চপ চপ করে ও মুখে ফেনা হয়।মাংস পেশীর খিচুনির ফলে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়। […]